রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় বাংলাদেশ উদারতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন কারিতাস ইন্টারন্যাশনালিজের প্রেসিডেন্ট লুইস এ টাগলে। সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসে আন্তর্জাতিক সংস্থা কারিতাস’র প্রধান লুইস এ টাগলে গত সোমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।পরিদর্শন শেষে লুইস এ টাগলে সাংবাদিকদের বলেন, মিয়ানমার...